How many stomps and minimum budget need for making a Stomp setup..?? | সর্বনিন্নম কয়টা Pedal এবং কত Budget হলে একটি Stomp-box সেট আপ বানানো যায়..??
অনেকেই জানতে চান সর্বনিন্নম কয়টা Pedal হলে একটা Stomp-box বানানো যায়..?? এই নোট টি মূলত তাদের জন্যেই যারা একদম কম বাজেট এ Stomp-box Setup করতে চান অথবা Stomp-box Setup এর Beginning পর্যায় কোন Effect গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং এগুলো না হলেই নয় ।
সবার প্রথমে যে Pedal টি দরকার তা হল একটি Distortion Pedal আর যদি আপনার Genre একটু Rock টাইপ এর হয় তাহলে Overdrive Pedal । এই Distortion/ Overdrive দিয়ে আপনি Solo এবং Riff দুই কাজই করতে পারবেন । কিন্তু সমস্যা হল Distortion/ Overdrive এর সাথে কোন Delay Effect না থাকলে Solo Play করে কোন feel পাবেন না । তাই দ্বিতীয় যে Pedal টি দরকার তা হল একটি Delay Pedal . আসলে Delay Effect Solo Tune টা কে মিষ্টি করে । কিন্তু Tune মিষ্টি করে লাভ কি যদি Playing এর টাইম এ Noise হয় ?? আপনার যত ভালই Stomp-box Setup থাকুক না কেন, Distortion or Overdrive প্লে করলে একটু হলেও Noise হবেই । আর এই Noise Reduce করার জন্য Stomp-box Setup এর অনেক গুরুত্বপূর্ণ একটি Pedal হল Noise Gate or Noise Suppressor. Noise Gate - Total Noise কে কন্ট্রোল করে আর Noise Suppressor - Total Noise কে ফিল্টার করে। তাহলে আপনার Pedal-board এর তৃতীয় Pedal টি হল একটি Noise Gate or Noise Suppressor. এই ৩ টা pedal ই Essential, এর পরে আরো গুরুত্বপূর্ণ একটি Pedal হল Wah pedal. Solo & Rhythm Playing এর সময় Wah pedal/Cry Baby এর কাজ অনেক । Steve vai এর Solo গুলতে Wah pedal এর কাজ হয়ত অনেকেই শুনেছেন, So pedal-board এ এর গুরুত্ব Details এ নাই বললাম এখন । তাহলে চার নাম্বার যে Pedal টা Add হবে তাহলো Wah pedal ।
এই ৪ টা pedal হলেই আপনি আপনার Small pedal-board বানাতে পারবেন । এর পরে যে Stomp Effect গুলো আপনি Pedal-board এ অ্যাড করবেন তা আপনার প্রয়োজনের তাগিদে । ৪ টা pedal এর পরে আপনি Equalizer, Chorus, Compressor, Phaser, Tuner etc. আরো অনেক Pedal অ্যাড করতে পারেন, আর সবচেয়ে বড় কথা এই Effect গুলো ভবিষ্যৎতে আপনাকে Add করতেই হবে, কিন্তু শুরুর দিকে ওই ৪ টা Stomp হল অপরিহার্য ।
এর পরের ধাপ হল Pedal গুলোর মধ্যে Patching করা । Patching করার জন্য বিভিন্ন মানের Cable আছে । Lava Cable এদের মধ্যে অন্যতম, কিন্তু এর দাম একটু বেশি হলেও Quality অনুযায়ী দাম Affordable. এছাড়াও নরমাল Cable ও পাওয়া যায় । Cable Cost নির্ভর করে আপনার বাজেট এর উপর । বাজেট বেশি হলে ভালো Quality full cable, আর কম হলে নরমাল cable ।
Stomp তো কিনলেন কিন্তু এদের Power supply দিবেন না..?? এবার আসুন এদের Power Supply নিয়ে । Stomp-box setup এ Power Supply অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় । Stomp-box এ Power Supply নিয়ে De-illumination এর গীটারিষ্ট Sazzad Arefeen ভাই এর একটি চমৎকার Video রয়েছে যা দেখলে Stomp-box এর Power Supply নিয়ে আর কিছুই বলার বাকি থাকে না । Video টি Stomp-box ইউজার দের জন্য খুবই Helpful একটি Video. নিচে video টির লিঙ্ক দেয়া হল ।
দেশে এখন অনেক World Popular Brand এর Stomp পাওয়া যায় । যেহেতু এই পোস্টটি একজন Beginning level এর জন্য তাই কোন Stomp এর Market Price কত হতে পারে তার একটা মোটামুটি খরচ দেখানো হল । কিন্তু এগুলো Second-hand কিনলে আরও কম খরচে Pedal board বানাতে পারবেন ।
Option 1: (High Budget)
1. A) Distortion pedal
Electro Harmonix Metal Muff with Top boost – 12,000 tk
MXR Fullbore metal - 12,000 tk
**Wampler Tripple Wreck distortion - 25,000tk
B) Overdrive pedal
Ibanez tube Screamer ts9 DX – 13,000 tk
Boss sd-1 = 5500 tk
2. Delay pedal
Electro Harmonix memory boy Deluxe analog delay - 16,000 tk
3. Noise Gate
Boss NS-2 – 7,000 tk
4. Wah pedal
Dunlop GCB95 Original Crybaby Wah Pedal – 11,000
5. Power supply & Patching
Fuel Tank Chameleon power supply - 15,000 tk
Lava cable - 5,000 tk ( for 10 Right Angle Plugs )
Electro harmonix 9V DC 200mA adapter -1,500 tk
Daisy chain local -1,000 tk
Total Cost = 45,000 tk ( average )
-----------------------------------------------------------------------------------
Option 2: (Mid Budget)
1. A) Distortion pedal
Metal Muff with top boost - 12,000 tk
MXR Fullbore metal - 12,000 tk
Boss mt2 - 5,000 tk
Boss ds-1 - 5,000 tk
B) Overdrive pedal
Boss sd-1 = 5500 tk
2. Delay pedal
Electro Harmonix memory toy analog delay – 8,000 tk
3. Noise Gate
Boss NS-2 – 7,000 tk
4. Wah pedal
Crybaby Wah Pedal – 10,000
5. Power supply & Patching
Lava cable - 5,000 tk ( for 10 Right Angle Plugs )
Daisy chain local -1,000 tk
Adapter (non-brand) – 1,000 tk
Electro harmonix 9V DC 200mA adapter -1,500 tk
Total Cost = 30,000 tk ( average )
--------------------------------------------------------------------------------------
Option 3: (Low budget)
1.A) Distortion pedal
Boss ds-1 = 5,000 tk
Boss mt2 - 5,000 tk
B) Overdrive pedal
Boss sd-1 = 5500 tk
2. Delay pedal
Electro Harmonix memory toy analog delay – 8,000 tk
3. Power supply & Patching
Normal local patching cable and plug – 1000 tk
Daisy chain local -1,000 tk
Adapter (non-brand) – 1,000 tk
Electro harmonix 9V DC 200mA adapter -1,500 tk
Total cost = 15,000tk ( average )
---------------------------------------------------------------------------------------
Option 4
1. Electro harmonix Tone Tattoo
analog multi-effects guitar pedal - 20,000tk
• Metal Muff (Distortion)
• Neo Cone (Chorus)
• Memory Toy (Delay)
2. Power supply
Daisy chain local -1,000 tk
Adapter (non-brand) – 1,000 tk
Electro harmonix 9V DC 200mA adapter -1,500 tk
Total cost = 21,000tk ( average )
**Normal local patching cable গুলো আপনি পাবেন Science lab এর রফিক ভাই এর কাছে। প্রতিটা patching cable এর দাম নিবে ৮০ টাকা।
**Stomp গুলো কিনতে পারবেন World Music, guitarsngears (GG), Guitar Center এই দোকান গুলো থেকে।
**আশা করি যারা As a First Time Stomp-box setup করতে চান তাদের জন্য Stomp-box নিয়ে উপরোক্ত পোস্ট থেকে একটু হলেও Helpful information পাবেন । আরেকটি বিষয় হল, সবার মিউজিক টেস্ট একরকম না। কারো হয়তো Metallica ভালো লাগে আবার কারো Pink Floyd । তাই সবার Stomp এর টাইপ এক ধরনের হবে না । সবার কথা বিবেচনা করেই পোস্ট টি করা হয়েছে । সর্বোপরি Metal, Rock এই টাইপ এর সাউন্ড এর জন্য পোস্টটি বেশি Helpful.
No comments