Header Ads

Header ADS

একাত্তরের ঘাতক ও দালালেরা কে কোথায়

১৯৭১ এ পাকবাহিনীর সাথে সমান নিষ্ঠুরতা প্রদর্শন করেছিলো তাদের এদেশীয় দালাল-শান্তি কমিটি, জামাতে ইসলামি, আল-বদর, আল-শামস, মুজাহিদ, রাজাকার সহ আরও অন্যান্য স্বাধীনতা বিরোধী গোষ্ঠী।

বইঃ একাত্তরের ঘাতক ও দালালেরা কে কোথায়


বঙ্গবন্ধু যেমন নির্দিষ্ট কারনে স্বাধীনতার পর এই ঘাতকদের বিচার না করে সাধারণ ক্ষমা করে দিয়েছিলেন তেমনি ১৯৭৫ এর পর মেজর জিয়াউর রহমান ক্ষমতায় যাওয়ার পর এই ঘাতকদের অনেককে নিয়ে তার সরকার গঠন করেছিলেন।

১৯৮৭ সালে প্রথম যখন এই বইটি বের হয় তখন এই ঘাতক গোষ্ঠীর অনেকেই জীবিত ছিলেন, ছিলেন কেবিনেট সদস্য, শিল্পপতি, সাংস্কৃতিক বেক্তিবর্গ, এমন কি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও দালাল বুদ্ধিজীবী।

সূচীপত্র, একাত্তরের ঘাতক ও দালালেরা কে কোথায়


এই ঘাতক দল গুলো কিভাবে গঠন হয়েছিলো, কারা ছিল সেই দলে, কিভাবে তারা যুদ্ধের পর ক্ষমা পেয়ে আবার পুনর্বাসিত হল, এখন তারা কে কোথায় আছে এবং সব চেয়ে বড় কথা কারা এই লোক গুলো ?

পর্যাপ্ত তথ্য সহ এই বইটি তে সেই বেক্তিদের এবং তাদের ঘটনা গুলোর বর্ণনা করা আছে। দেশের এই চির শত্রু গুলোদের চিনে রাখুন। তাদের সম্পর্কে জানুন।

বইঃ একাত্তরের ঘাতক ও দালালেরা কে কোথায়
প্রকাশনীঃ মুক্তিযুদ্ধ চেতনা বিকাশ কেন্দ্র
প্রাপ্তিস্থানঃ বর্তমানে প্রিন্ট আউট, ফুটপাত / পুরানো বইয়ের দোকানে খোঁজ করুন

PDF : https://drive.google.com/file/d/1-v8Ac_7fJygpQOz76jK28vVQzWBe0Q3T/view?usp=sharing

No comments

Powered by Blogger.