Header Ads

Header ADS

ঈশ্বর যখন বন্দি - দেবারতি মুখোপাধ্যায়

বই : ঈশ্বর যখন বন্দি
লেখিকা : দেবারতি মুখোপাধ্যায়
প্রকাশনী : বিভা পাবলিকেশন
মোট পৃষ্ঠা : ২২৪
পুস্তকের ধরন: পেপারব্যাক

বিষয় : থ্রিলার, মিথলজি, হিস্টোরিকাল-ফিকশন

তারা খয়েরি রঙের এক ধরনের জামা পরে, বিভিন্ন উৎসবের দিন ফানুস উড়ায়। এই তো, বৌদ্ধ ধর্ম সম্পর্কে জ্ঞান আমার টুকটাক এটুকুই ছিল। এই ধর্মটা সম্পর্কে কখনো জানতে ইচ্ছা হয়নি আর বাংলায় তেমন ভালো বইও ছিল না। তো একদিন হঠাৎ জানতে পারলাম এই বইটার সম্পর্কে।

জানেন আমাদের মুসলিম ধর্মে যেমন শিয়া-সুন্নি ভাগ আছে তেমনি বৌদ্ধ ধর্মেও এমন কিছু ভাগ আছে। এই সম্প্রদায়ের কেউ কেউ আবার ছিল খুবই বড় মাপের
ত্রান্ত্রিক।

ছবি ঃ ঈশ্বর যখন বন্দি, বিভা পাবলিকেশন


এই বই পড়ে জানতে পারলাম তাদের ঐসব ধর্মীয় সম্প্রদায় সম্পর্কে, তাদের রহস্যময় সেই অবিশ্বাস্য ইতিহাস সম্পর্কে। অবিশ্বাস্য বলছি কারন ব্যাপার টা ছিল ড্রাগন কে নিয়ে! বাস্তবে প্রাণীটা কি সত্যি ছিল ?

এক কথায় বললে বইটা চমৎকার। নায়ক-নায়িকা, আন্তর্জাতিক অপরাধী চক্র, সাইন্স, কোড-ব্রেক, অ্যাডভেঞ্চার, ইতিহাস আর থ্রিলারের সংমিশ্রণে লেখিকা খুব ভালো একটা বই লিখেছেন। প্রকাশনী কলকাতার হওয়ায় বাংলাদেশে বইটা এখনো তেমন সহজলভ্য হয়নি, তবে ফেসবুকে কিছু অনলাইন বুক শপে অর্ডার করলে ওরা আপনাকে বইটা এনে দিবে।

No comments

Powered by Blogger.