গরুর প্রসাব খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারি ?
গরুর প্রসাব খাওয়ার কথা শুনলে প্রথমে কল্পনায় আমার আসে হিন্দুদের কথা। কিন্তু গরুর প্রসাব বা গোমূত্র এর কোন বৈজ্ঞানিক ব্যাখ্যা কি আছে ?
গোমূত্রের ব্যাপার টি হচ্ছে একটি আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি। চিকিৎসা বেবস্থা বর্তমানে যত উন্নত প্রাচীনকালে কিন্তু সেটা এমন ছিল না। তখন চিকিৎসা হত ভেষজ বা উদ্ভিদের মাধ্যমে। সহজ ভাবে বললে এই ধরনের চিকিৎসা হল আয়ুর্বেদ চিকিৎসা। গোমূত্র তেমনই একটি আয়ুর্বেদ চিকিৎসা। এখন কথা হচ্ছে ক্যান্সার বা অন্য কোন রোগের ক্ষেত্রে কি এই গোমূত্র পান করার কোন উপকারিতা আছে ?
বৈজ্ঞানিক ভাবে পরীক্ষিত সত্য হল আছে। কিছু কিছু ক্ষেত্রে গোমূত্র সেবনের উপকার আছে। তবে এখানে অনেক ব্যাপার আছে। যেকোনো গরু থেকে নয়, গোমূত্র সংগ্রহ করা হয় গর্ভবতী গাভী থেকে। গাভী গর্ভবতী হলে তার মূত্র এমন কিছু জিনিস থাকে যা বিভিন্ন রোগের ক্ষেত্রে উপকারি।
আপনি কি জানেন গু মুত থেকে যে কত ধরনের ওষুধ তৈরি হয়? এমন একটা মেডিসিনের নাম Premarin. যা তৈরি হয় ঘোড়ার মূত্র থেকে। বিস্তারিতঃ Premarin
কিন্তু এই পদ্ধতির চিকিৎসায় রুগী সরাসরি গু মুত খায় না। অধুনিক যুগে আপনি খান মেডিসিন। যদিও গু মুত থেকে কোন মেডিসিন বানানো হয়ে থাকে সেটা ঠিক ভাবে পরিশোধিত হয়েই তারপর বাজারে আসে। ক্ষতিকর যে জিনিস থাকতে পারে তা ফেলে দেওয়া হয় অধুনিক বিজ্ঞানের কল্যাণে। এখন এই মেডিসিন তৈরিতে অনেক কিছু থাকতে পারে। সেটা আপনার মাথাবেথা না। ডাক্তার আপনার থেকে ভালো বুঝে।
আমি আমনও লেখা পেলাম যেখানে বলা হচ্ছে মহানবী মহানবী (সা.) উটের মূত্র পান করতে বলেছেন। সেখানে রেফারেন্সও ছিল। এটা আবার পরীক্ষা করছে ইসলামিক দেশের বিজ্ঞানিরা। আমি তখন ভাবলাম উট হইয়া গেল মুসলমানের আর গরু হইলো হিন্দুর। বিস্তারিতঃ The benefits of drinking camel urine
আপনার অসুখ হলে আপনি যাবেন ডাক্তারের কাছে। ডাক্তার আপনার রোগ অনুযায়ী যেটা ভালো মনে করবে ঐ বেবস্থা নিবে। সরাসরি গোমূত্রের সেবন হয়তো প্রাচীনকালে চিকিৎসা বেবস্থা তেমন উন্নত ছিলনা বলে হইত, কিন্তু এখন বর্তমানে চিকিৎসা বেবস্থা অনেক উন্নত হইছে।
তাই কারো বিশ্বাস কে সরাসরি মিথ্যা ভাবার আগে একটু নিজে যাচাই করে নিবেন। কিছু চতুর মানুষ আছে যারা ধর্মের নামে সহজ সরল মানুষদের মাঝে কুসংস্কার ছড়ায়। যদি সত্যতা আপনার জানা থাকে তাহলে মিথ্যাটা ভাজ্ঞিয়ে দিন তবে অবশ্যই স্থান, কাল, পাত্র ভেধে।
রেফারেন্সঃ
গোমূত্রের ব্যাপার টি হচ্ছে একটি আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি। চিকিৎসা বেবস্থা বর্তমানে যত উন্নত প্রাচীনকালে কিন্তু সেটা এমন ছিল না। তখন চিকিৎসা হত ভেষজ বা উদ্ভিদের মাধ্যমে। সহজ ভাবে বললে এই ধরনের চিকিৎসা হল আয়ুর্বেদ চিকিৎসা। গোমূত্র তেমনই একটি আয়ুর্বেদ চিকিৎসা। এখন কথা হচ্ছে ক্যান্সার বা অন্য কোন রোগের ক্ষেত্রে কি এই গোমূত্র পান করার কোন উপকারিতা আছে ?
বৈজ্ঞানিক ভাবে পরীক্ষিত সত্য হল আছে। কিছু কিছু ক্ষেত্রে গোমূত্র সেবনের উপকার আছে। তবে এখানে অনেক ব্যাপার আছে। যেকোনো গরু থেকে নয়, গোমূত্র সংগ্রহ করা হয় গর্ভবতী গাভী থেকে। গাভী গর্ভবতী হলে তার মূত্র এমন কিছু জিনিস থাকে যা বিভিন্ন রোগের ক্ষেত্রে উপকারি।
আয়ুর্বেদিক চিকিৎসা |
কিন্তু এই পদ্ধতির চিকিৎসায় রুগী সরাসরি গু মুত খায় না। অধুনিক যুগে আপনি খান মেডিসিন। যদিও গু মুত থেকে কোন মেডিসিন বানানো হয়ে থাকে সেটা ঠিক ভাবে পরিশোধিত হয়েই তারপর বাজারে আসে। ক্ষতিকর যে জিনিস থাকতে পারে তা ফেলে দেওয়া হয় অধুনিক বিজ্ঞানের কল্যাণে। এখন এই মেডিসিন তৈরিতে অনেক কিছু থাকতে পারে। সেটা আপনার মাথাবেথা না। ডাক্তার আপনার থেকে ভালো বুঝে।
আমি আমনও লেখা পেলাম যেখানে বলা হচ্ছে মহানবী মহানবী (সা.) উটের মূত্র পান করতে বলেছেন। সেখানে রেফারেন্সও ছিল। এটা আবার পরীক্ষা করছে ইসলামিক দেশের বিজ্ঞানিরা। আমি তখন ভাবলাম উট হইয়া গেল মুসলমানের আর গরু হইলো হিন্দুর। বিস্তারিতঃ The benefits of drinking camel urine
Cow Urine vs Camel Urine |
তাই কারো বিশ্বাস কে সরাসরি মিথ্যা ভাবার আগে একটু নিজে যাচাই করে নিবেন। কিছু চতুর মানুষ আছে যারা ধর্মের নামে সহজ সরল মানুষদের মাঝে কুসংস্কার ছড়ায়। যদি সত্যতা আপনার জানা থাকে তাহলে মিথ্যাটা ভাজ্ঞিয়ে দিন তবে অবশ্যই স্থান, কাল, পাত্র ভেধে।
রেফারেন্সঃ
- আমেরিকান রিসার্চ ইন্সটিটিউট(NCBI) থেকে পাবলিশ হওয়া একটি আর্টিকেল - Evaluation of antidiabetic, antioxidant effect and safety profile of gomutra ark in Wistar albino rats
- Premarin
- The benefits of drinking camel urine
Animal Urine Good or Bad |
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteউটের মুত্রর হাদিসটা মিথ্যা,,,ওটা কিছু মোনাফিককে বলা হয়েছিল,,,কোন সাহাবিদের না,,মিথ্যা প্রচার করেন না।।।।
ReplyDeleteউটের মূত্রের পানের কথা কোনো হাদিসে নেই, ইসলাম এই ধরনের নোংরামি সামর্থন করেনা।
ReplyDeleteউটের মূত্রের কোন হাদিস নাই। মিথ্যা কথা বলেন কে..আজাইরা
ReplyDelete