নীল পাহাড় - ওবায়েদ হক
বই : নীল পাহাড়
লেখক : ওবায়েদ হক
প্রথম মুদ্রণ - কাকলী প্রকাশনী
দ্বিতীয় মুদ্রণ - বিদ্যানন্দ প্রকাশনী
দ্বিতীয় মুদ্রণ - বিদ্যানন্দ প্রকাশনী
বিষয় : সমকালীন উপন্যাস
দুই ফোঁটা বীর্যে কেউ বাপ হয় না, নয় মাস পেটে রাখলে মা হওন যায় না, সারাজীবন বুকে যে রাখে সে-ই মা। ওবায়েদ হকের নীল পাহাড় বইয়ের খুব প্রিয় একটা লাইন।
মাঝে মাঝে ভাবি যে ঘুষ খায় তারও একটা মা আছে, যে ধর্ষণ করে তারও, যে কারো সাথে না পেরে ঘরে বউ কে মারে তারও। এদের সবার মা-ও কিন্তু মা।
ছবি ঃ নীল পাহাড়, প্রথম মুদ্রণ - কাকলী প্রকাশনী |
বৃদ্ধাশ্রমে রেখে যাওয়া মা-ও বলেছে তার ছেলের উপর কোন আক্ষেপ নাই, দোয়া করে যেন তার ছেলে ভালো থাকে।
"মা", মা-কে ভালবাসি বলতে নেই, ভালোবাসা এমন এক জিনিস যা করে দেখাতে হয়।
No comments