Header Ads

Header ADS

নতুন বাসা ঠিক করার আগে যে ১০ টি জিনিস বিবেচনা করবেন

১. নতুন বাসা থেকে কর্মস্থলের যাতায়াত ব্যবস্থা কেমন জানবেন।

২. এলাকার রাস্তাঘাটে বর্ষাকালে / অল্প বৃষ্টিতে পানি উঠা বা জলাবদ্ধতা হয় কিনা জানবেন।

৩. গ্যাস, পানি, বিদ্যুৎ এর কি অবস্থা জানবেন।

৪. গিঞ্জি মার্কা এলাকা হলে বাড়ির ছাদে উঠা যায় না এমন বাসা নির্বাচন না করাই ভালো। বিকালে বা রাতে একটু ছাদে উঠবেন ভালো লাগবে। তাই ছাদে উঠা যায় এমন বাসা অগ্রাধিকার দিন।


বাসা বদল, টিপস


৫. বুয়া বা রান্না-বান্না, জামাকাপড় ধোয়া, বা এই ধরনের বাসার কাজের সহকারী জন্য আলাদা লোক পাওয়া যায় কিনা সে দিকটা দেখবেন।

৬. ইন্টারনেট, ডিশ সংযোগ এর কি অবস্থা জানুন, কারন অনেক যায়গায় খুবই করুন ইন্টারনেট/ডিশ সেবা দিয়ে থাকে।

৭. বাইক, গাড়ি রাখার কি ব্যবস্থা জানুন।

৮. বাসার, মূলত রুমের জানালা গুলো থাই গ্লাসের কিনা যাচাই করুন। থাই গ্লাসের রুমে ধুলা-বালি ঢুকে কম, এছাড়া যত পুরানত জানালা আছে এমন রুমে তুলনামূলক বেশি ধুলা ঢুকে, ফলে রুম ও ঘরের জিনিসপত্র ময়লা হবে বেশি। এই ধরনের বাসা এড়িয়ে চলুন।

৯. পরিবারে শিশু থাকলে তার খেলার যায়গা অর্থাৎ বাসার আশেপাশে খেলার মাঠ কিংবা ছাদে খেলার যায়গা আছে কিনা দেখুন, কারন সুস্থ বিকাশের জন্য শিশুদের এই জিনিস গুলো প্রয়োজন, নতুবা ঐ শিশুর ভবিষ্যতে এর ইম্পেক্ত পরার সম্ভাবনা আছে।

১০. সর্বপরি পরিবেশ মানুষের উপর ব্যাপক প্রভাব ফেলে, তাই সেই জায়গার পরিবেশ কি আদৌ আপনার থাকার মত উপযুক্ত কিনা নিজগুনে বিবেচনা করবেন। আফটার অল, মাস শেষে বাসা ভাড়া টা আপনাকেই দিতে হবে। একটু বেশি দিলেও, ভালো সুযোগ-সুভিধা আছে এমন যায়গাই নতুন বাসা নির্বাচন করুন।









1 comment:

Powered by Blogger.