Taxi Driver এর মত সোশ্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে ছবি Nightcrawler
সোশ্যাল ইঞ্জিনিয়ারিং হচ্ছে এমন একটি জিনিস যা সহজ ভাবে বললে 'অন্যকে বোকা বানানো'। লোভ দেখিয়ে কাজ করিয়ে নেওয়া। যাকে বোকা বানানো হচ্ছে তাকে এমন ভাবে একটা বুঝ দেওয়া যাতে কাজ টা সে করেই।
হ্যাকিং বা ফিশিং অ্যাটাকে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং আগেও ব্যাবহার হত এবং ভবিষ্যতেও হবে। মনে করুন আপনি চাচ্ছেন একজন ফেসবুক ইউজার যেন আপনার পাঠানো একটা লিংকে ক্লিক করে। সে লিংকে ক্লিক করলে তারপর কিছু একটা কাজ হবে কিন্তু সবার আগে তাকে তো সেই লিংকে ক্লিক করাতে হবে। মনে রাখবেন, বেক্তির সাহায্য ছাড়া কখনোই তাকে হ্যাক করা যায় না। ভিকটিম কিছু একটা ভুল করেই। ধরুন আপনি একজন হুজুর এবং একজন লুইচ্চা টাইপের লোক কে একটা লিঙ্ক পাঠাবেন যেন সে ঐ লিঙ্কে ক্লিক করে। একটা লিঙ্ক হচ্ছে পর্ণ ভিডিওর এবং অন্যটা ইসলামিক বিষয়ে কোন কিছুর। কোন লিঙ্কটা কার কাছে পাঠালে সে ঐ লিংকে ক্লিক করার সম্ভাবনা বেশি ?
এই যে তাকে আপনি সেই লিংকে ক্লিক করার জন্য কথার ছলে,বলে, কৌশলে কাজ টা করিয়ে নিলেন এটাই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। এটা ছিল শুধু একটা উদাহরণ, যেকোনো ভাবেই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করা যায়।
এতো কিছু বলার মানে হচ্ছে এই ছবি দুটোর ভিতরে যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টা কিভাবে হচ্ছে সেটা যেন বুঝতে পারেন। আপাদত এই ছবিতে হ্যাকিং রিলেটেড কিছু নাই, শুধু উদাহরনের জন্যই কথা গুলো বলা। অনেক ছবিতেই এই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর ব্যাবহার দেখা যায়। আশা করি ছবি দুটো উপভোগ করবেন।
হ্যাকিং বা ফিশিং অ্যাটাকে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং আগেও ব্যাবহার হত এবং ভবিষ্যতেও হবে। মনে করুন আপনি চাচ্ছেন একজন ফেসবুক ইউজার যেন আপনার পাঠানো একটা লিংকে ক্লিক করে। সে লিংকে ক্লিক করলে তারপর কিছু একটা কাজ হবে কিন্তু সবার আগে তাকে তো সেই লিংকে ক্লিক করাতে হবে। মনে রাখবেন, বেক্তির সাহায্য ছাড়া কখনোই তাকে হ্যাক করা যায় না। ভিকটিম কিছু একটা ভুল করেই। ধরুন আপনি একজন হুজুর এবং একজন লুইচ্চা টাইপের লোক কে একটা লিঙ্ক পাঠাবেন যেন সে ঐ লিঙ্কে ক্লিক করে। একটা লিঙ্ক হচ্ছে পর্ণ ভিডিওর এবং অন্যটা ইসলামিক বিষয়ে কোন কিছুর। কোন লিঙ্কটা কার কাছে পাঠালে সে ঐ লিংকে ক্লিক করার সম্ভাবনা বেশি ?
এই যে তাকে আপনি সেই লিংকে ক্লিক করার জন্য কথার ছলে,বলে, কৌশলে কাজ টা করিয়ে নিলেন এটাই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। এটা ছিল শুধু একটা উদাহরণ, যেকোনো ভাবেই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করা যায়।
এতো কিছু বলার মানে হচ্ছে এই ছবি দুটোর ভিতরে যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টা কিভাবে হচ্ছে সেটা যেন বুঝতে পারেন। আপাদত এই ছবিতে হ্যাকিং রিলেটেড কিছু নাই, শুধু উদাহরনের জন্যই কথা গুলো বলা। অনেক ছবিতেই এই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর ব্যাবহার দেখা যায়। আশা করি ছবি দুটো উপভোগ করবেন।
No comments