Header Ads

Header ADS

Goodreads কি ? বই পড়ার ক্ষেত্রে কিভাবে এটা আপনাকে সাহায্য করতে পারে ?

Goodreads এ একাউন্ট থাকলে যে সব সুভিধাঃ


১. বইয়ের লিস্ট ডিজিটাল ভাবে রাখতে পারবেন। কেনার জন্য হাতে কলমে লিস্ট তৈরি করতে হবেনা।
২. বছরে কি কি পরলেন তার একটা হিসাব রাখতে পারবেন।
৩. একটা না পড়া বই সম্পর্কে সহজে ধারনা পাবেন যে বইটা কেমন হতে পারে। বইয়ের রেটিং, বই সম্পর্কে অন্য ইউজারদের দেওয়া কমেন্ট থেকে এই ধারনা নিতে পারবেন।
৪. Goodreads শুধু মাত্র বই এর জন্যই স্পেশাল ভাবে তৈরি করা। এর অনেক সুভিধা আছে যা একমাত্র ব্যাবহারের পরেই আপনি বুঝতে পারবেন।
৫. বাংলা, ইংরেজি সহ বিশ্বের যেকোনো ভাষার বইয়ের তথ্য এইখানে খুঁজে পাবেন।
যদি আপনি এই এপ্লিকেশন টি কিভাবে ব্যাবহার করবেন তা বুঝেন না তাহলে এই বাংলা ভিডিও টি দেখতে পারেন।

লিঙ্কঃ https://youtu.be/uGIfmIFZn0E


1 comment:

  1. কিন্ত,আমি কিভাবে বইটা ওপেন করবো?
    রিভিউ দেখতে পাই,তবে বই পড়তে পারছিনা।

    ReplyDelete

Powered by Blogger.