Header Ads

Header ADS

মানুষ কি সৃষ্টির সেরা জীব ?

ইসলাম ধর্ম মতে মানুষ "আশরাফুল মাখলুকাত" বা সৃষ্টির সেরা জীব। অর্থাৎ এইখানে মানুষ সব প্রাণী থেকে ভালো বা সেরা এমন কিছু একটা বুঝা যাচ্ছে।


মানুষ কি সৃষ্টির সেরা জীব ?

তাহলে মানুষের মাধ্যমে এতো যুদ্ধ, ধ্বংস কিভাবে হয়? কিছু মানুষের কাজকর্ম তো নিকৃষ্ট থেকেও নিকৃষ্ট। তাহলেতো মানুষ আর ভালো থাকলো না। সেরা হইলো না।

মানুষ কে সৃষ্টির সেরা জীব হবার জন্য অবশ্যই সব কিছুতে সেরা হইতে হবে। সে ভালোর সেরা এবং খারাপেরওখারাপ কিছু যদি মানুষের থেকে সেরা হয়ে যায় তাইলে তো মানুষ একটা কিছু থেকে সেরা হইতে পারলো না।

এই জন্য সব কিছুতেই মানুষ সেরা। এমন কোন খারাপ কিছু নাই যা মানুষ পারে না বা করতে পারে নাই। সব থেকে ভালোর উদাহরনটাও মানুষ কে দিয়ে দেওয়া যায় এবং সব থেকে খারাপের টাও। আর এই জন্যই সে আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব। 

3 comments:

  1. আসলে মানুষ সৃষ্টির সেরা এ কথাটি কোরআন হাদিসের কোথাও নেই, বরং যারা ইমান আনে এবং সৎ কর্ম করে কোরআনে তাদেরকে সৃষ্টির সেরা বলা হয়েছে।

    ReplyDelete
  2. সূরা বাইয়্যিনাহ (البينة), আয়াত: ৭

    إِنَّ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ أُو۟لَٰٓئِكَ هُمْ خَيْرُ ٱلْبَرِيَّةِ

    উচ্চারণঃ ইন্নাল্লাযীনা আ-মানূওয়া ‘আমিলুসসা-লিহা-তি উলাইকা হুম খাইরুল বারিইইয়াহ।

    অর্থঃ যারা ঈমান আনে ও সৎকর্ম করে, তারাই সৃষ্টির সেরা।

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ এই তথ্যের জন্য।

      Delete

Powered by Blogger.