বজ্রপাতে মৃত বেক্তির লাশ কেন চুরি হয় ?
বজ্রপাত কেন হয় ?
অনেক ভিডিও থেকে এই ভিডিও তে সহজে পুড়ো ব্যাপার টা বর্ণনা করা হয়েছে।
মানুষের উপর বজ্রপাত হলে তার শরীরের কি হয় যে লাশ'ই চুরি হয়ে যায় ?
উপরের ভিডিও তে দেখলেন বজ্রপাতের মধ্যে তাপ শক্তি এতো বেশি থাকে যে তা আপনার শরীরের উপর পড়লে আপনি নিমিষেই পুড়ে যাবেন। পুড়ে ছাই হবেন না, কিন্তু মুরগী বার-বি-কিউ করলে অবস্থা যেমন হয়, আপনার শরীরের অবস্থাও ঐ রকম হবে। যার ফলে আপনি মারা যাবেন।
কিন্তু এই বজ্রপাতের ফলে আপনার শরীর ইউরেনিয়াম কিংবা হীরা মনি মুক্তা টাইপ কিছু হয়ে যাবে এমন কিছু কথা সমাজে প্রচলিত আছে।
আসলেই কি মরা বেক্তির লাশ লাখ লাখ টাকায় বিক্রি হয় ?
এইটাও আরেকটা ভুল ধারনা যে বজ্রপাতের মরা বেক্তির লাশ লাখ লাখ টাকায় বিক্রি হয়। আর এই কথা গুলো আসলে সোনা কথা। সবাই শুনছে যে বজ্রপাতের মরা বেক্তির লাশ লাখ লাখ টাকায় বিক্রি হয়। আসলে কিন্তু কেউ নিজের চোখে দেখে নাই। ফলে এই ভাবে কু-সংকার গুলো ছড়ায়।
তাইলে লাশ চুরি হয় কেন ?
যারা ব্ল্যাক ম্যাজিক টাইপ ব্যাপার-সেপার করে মূলত তারাই এই জাতীয় লাশ গুলোর হাড় এবং বডির অন্যান্য জিনিস দিয়ে বিভিন্ন কাজ করে। কিন্তু লাশ যে ইউরেনিয়াম বা হীরা মনি মুক্তা টাইপ কিছু হয় না এইটা ১০০% নিশ্চিত থাকতে পারেন।
ছবিঃ বজ্রপাতে মৃত বেক্তির লাশ কেন চুরি হয় |
তো এর পর থেকে এই ধরনের কথা যে বলবে তাকে প্রশ্ন করবেন সে নিজে দেখছে কিনা সেই লাশ লাখ লাখ টাকায় বিক্রি হইতে? উত্তর আসবে আসলে সে অমুকের কাছে শুনেছে, অমুক আবার অমুকের কাছে শুনেছে। এই ভাবেই এই জাতীয় কু-সংকার গুলো ছড়ায়।
No comments