Header Ads

Header ADS

আমাদের খারাপ বাপ-মায়েরা এবং Bad Parenting

আমাদের কারো কারো বাপেরা পরিবারে একনায়ক হন এবং এটা হবার একটা অন্যতম কারন যখন কারো একার টাকায় সংসার চলে। তখন এই একনায়ক নিজে যা ভালো মনে করেন ঐটাই চূড়ান্ত সিদ্ধান্ত হয়। যেহেতু মানুষ পারিপার্শ্বিক অনেক কিছু ধারা বায়াস হতে পারে, তাই বাপেদের সব সিদ্ধান্ত যে সর্বদা সঠিক হবে তার কোন নিশ্চয়তা নাই। এছাড়াও বাপেরা হন এক জেনারেশন আগের, আর প্রায় সব জেনারেশনের লোকেরাই তাদের সময় সব ঠিক ছিল এবং বর্তমানে সব গোল্লায় গেছে এমনটা মনে করেন।


মায়েদের আপাদ দৃষ্টিতে নিস্পাপ মনে হলেও আমার মনে হয় তাদের দোষ হচ্ছে, যখন সন্তানের সাথে বাপ কোন অন্যায় করেন তার প্রতিবাদ না করা। আর এটা তিনি করবেন'ই বা কিভাবে? তার বলার মত অধিকারও তো সেই ঘরে থাকে না। অন্যায় অনেক মায়ের সাথেও হয়। তারা কম্প্রোমাইজ করে নেন হয়তো।


অবশ্যই খারাপ বাবা-মা আছেন, এবং টাকা অনেক বড় একটা কারন। যখন কেউ টাকা উপার্জন করতে পারে, চাইলেই আলাদা থাকতে পারে, এমন সন্তান অথবা মায়ের সাথে তাদের বাপের ব্যাবহার না চাইলেও ভালো হয়। বর্তমানে ডিভোর্সের হার বৃদ্ধি পাওয়ার এটা একটা কারন হতে পারে। কারন কোন মেয়ে যদি নিজে উপার্জন করতে পারে, তাহলে কখনোই সে চাইবে না অন্যায় সহ্য করে কোন খারাপ মানুষের সাথে থাকতে। আবার এটাও একটা কারন যার জন্য অনেক ছেলে চায়না মেয়েরা বেশি শিক্ষিত হোক, উপার্জন করুন।

তবে বাপ এবং মায়েদের একটা জিনিস বুঝা উচিৎ, তারা এক সময় বৃদ্ধ হবে, সেই সময়টায় যদি সন্তানেরা নিজেদের সাথে করা অন্যায়ের প্রতিশোধ নেন তখন তারা কি করবে। যেসব সন্তান বৃদ্ধাশ্রমে পিতা-মাতাকে রেখে যান তারা কি সবই বাবা-মা বোঝা এমন টাই ভাবে নাকি শৈশবের কোন ক্ষোভের প্রতিশোধ নেন কে জানে!

যদিও বাপ-মায়েরা যত খারাপই হোক না কেন, জন্মদানকারি হিসেবে আপনি সন্তান হিসেবে তাদের উপর কিছু দায়িত্ব অস্বীকার করতে পারেন না। এ এক উভয় সঙ্কট, ধর্মীয় এবং নীতিগত উভয় দিকেই। তবে আমার মনে হয় হয় আপনি সব কিছু মেনে নিয়ে অন্যায় সহ্য করেন, অথবা যদি বাপ-মায়ের থেকে আলাদা হয়ে যান তাহলে তাদের টাকা-পয়সা দিন নিজের সামর্থ্য মত। কারন বাপ-মা খারাপ হতে পারে, কিন্তু জন্মদানকারি হিসেবে তাদের উপর আপনার যে ঋণ তা অস্বীকার করতে পারবেন না।

প্রতিটা মানুষ আলাদা সত্ত্বা, তাই আমার মনে হয়না যে শুধু জন্মদানকারি হয়েছে বলেই কেউ সন্তানের উপর অন্যায় করতে পারবে। আর সখ করে তো কেউ খারাপ বাপ-মা হয় না, বরং আমার মনে হয় তারা বুঝতেই পারেন না যে কি অন্যায় টা তারা করেন। কারন বাপ-মায়েরা তো মনে করেন আমরা সন্তানের মজ্ঞলের জন্যই তো সব করছি। কিন্তু ঐ যে বললাম বায়াস এবং মূর্খতা যা মানুষকে অন্ধ করে রাখে।

তবে ফেমিলি কাউন্সিলিং নামে একটা ব্যাপার আছে, এখানে পরিবারের সবাই বসে একজন অন্যজনের কথা শুনেন একজন মনরোগ বিশেষজ্ঞের সামনে। তখন ভউ পক্ষই বুঝতে পারে কার কি দোষ-ত্রুটি, কি করা ঠিক হয়নাই, সবার সুখের জন্য কি করতে হবে। কিন্তু গরিব এবং মিডেল ক্লাস পরিবারে ফেমিলি কাউন্সিলিং কিংবা মনরোগ বিশেষজ্ঞ বলতে কিছু নাই, ধনীদের মধ্যেও যে অনেক আছে ঠিক তাও নয়। তাই সমস্যা গুলো আজীবন সমস্যাই থেকে যায়। কিন্তু সবচেয়ে বেশি প্রভাব পরে সন্তানদের উপর। Bad Parenting যে কি জিনিস তা আমাদের খারাপ বাপ এবং মায়েরা ঠিক কবে বুঝবে আর কে তাদের বুঝাবে তাও এক প্রশ্ন।

Bad Parenting
Bad Parenting.

No comments

Powered by Blogger.