আমার দেখা বাংলাদেশের সরকার ব্যবস্থা
সরকার ব্যবস্থা হিসেবে বাংলাদেশ ভালো না। প্রধান সমস্যা এই দেশে আইন ঠিক মত মানা হয় না, আর আইন মানা না হলে কোন সিস্টেম ঠিক মত চলতে পারে না।
আইনে শাস্তির ভয় থাকে, তাই স্বেচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক বেক্তি যেই কাজ করা থেকে বিরত থাকে যার ফলে তাকে শাস্তি পেতে হতে পারে। যেহেতু বাংলাদেশে এই ভয় টা কারো পেতে হয় না তাই অপরাধির আইনের ব্যাপারে তেমন কোন মাথা ব্যথা নেই। কিন্তু কারাগারে অনেক অপরাধী সাজা কাটছে, কারো জেল হচ্ছে, কারো ফাঁসি ইত্যাদি ইত্যাদি। এখানে কি আইনের শাসন করা হচ্ছে না ?
আপনি কোন দেশের কয়জন ক্ষমতাবান বেক্তি কিংবা এরূপ বেক্তির হাত আছে এমন কোন অপরাধী কে সাজা পেতে দেখেছেন ? এগুলো মূলত ওপেন সিক্রেট ঘটনা। মূলত অপরাধ যারা করে বা করায় তার কথা অনেকেই জানে, কিন্তু বেক্তি পাওয়ারফুল হবার কারনে তার বিরুদ্ধে কোন অ্যাকশন নেওয়া হয় না। এই অবস্থা শুধু বাংলাদেশ না, বিশ্বে অনেক দেশেরই।
খাতা কলমে দেশের অনেক উন্নায়ন হয়েছে দেখানো হলেও বাস্তবে যেকোনো শিক্ষিত মানুষ অনুধাবন করতে পারবে এই দেশের প্রকৃত অবস্থা কি। এসব কিছু জেনেও এমন একটা দেশে মানুষ বসবাস করছে। কেউ করছে, কেউ সুযোগের অভাবে করছে।
দেশ যারা পরিচালনা করবে তারা বেশির ভাগই দুর্নীতিগ্রস্থ। ঐ যে আইনের বাঁধা নাই, দুর্নীতি করলেওবা কি আসে যায়। কিন্তু দিন শেষে গুটি কয়েক মানুষ দুর্নীতি করে সুখে আছে, বিপরীতে এই গুটি কয়েক দুর্নীতিবাজদের জন্য বিরাট অংশের মানুষ সাফার করছে।
এরূপ অবস্থায় আইন মানা হইলে ধরা খাবে কারা ? দুর্নীতিগ্রস্থরা। আর দুর্নীতিগ্রস্থরাই দেখা যাচ্ছে সব ক্ষমতাবান লোকেরা। তাই নিজের বিপদের কথা মাথায় রেখেই তারা আইনের প্রতিষ্ঠা ঠিক মত করছেন না।
বাংলাদেশে যে ভালো লোক নাই বা ছিল না এমন নয়। তবে দুই একজন ভালো মানুষ দিয়ে দেশ চলেনা। এভাবে চলতে থাকলে তৃতীয় কোন দল সরকার গঠন করলেও দেশের আসল উন্নায়ন হবে না, যদিনা আইন ঠিক মত তৈরি এবং মানা না হয়।
আইনে শাস্তির ভয় থাকে, তাই স্বেচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক বেক্তি যেই কাজ করা থেকে বিরত থাকে যার ফলে তাকে শাস্তি পেতে হতে পারে। যেহেতু বাংলাদেশে এই ভয় টা কারো পেতে হয় না তাই অপরাধির আইনের ব্যাপারে তেমন কোন মাথা ব্যথা নেই। কিন্তু কারাগারে অনেক অপরাধী সাজা কাটছে, কারো জেল হচ্ছে, কারো ফাঁসি ইত্যাদি ইত্যাদি। এখানে কি আইনের শাসন করা হচ্ছে না ?
আপনি কোন দেশের কয়জন ক্ষমতাবান বেক্তি কিংবা এরূপ বেক্তির হাত আছে এমন কোন অপরাধী কে সাজা পেতে দেখেছেন ? এগুলো মূলত ওপেন সিক্রেট ঘটনা। মূলত অপরাধ যারা করে বা করায় তার কথা অনেকেই জানে, কিন্তু বেক্তি পাওয়ারফুল হবার কারনে তার বিরুদ্ধে কোন অ্যাকশন নেওয়া হয় না। এই অবস্থা শুধু বাংলাদেশ না, বিশ্বে অনেক দেশেরই।
খাতা কলমে দেশের অনেক উন্নায়ন হয়েছে দেখানো হলেও বাস্তবে যেকোনো শিক্ষিত মানুষ অনুধাবন করতে পারবে এই দেশের প্রকৃত অবস্থা কি। এসব কিছু জেনেও এমন একটা দেশে মানুষ বসবাস করছে। কেউ করছে, কেউ সুযোগের অভাবে করছে।
দেশ যারা পরিচালনা করবে তারা বেশির ভাগই দুর্নীতিগ্রস্থ। ঐ যে আইনের বাঁধা নাই, দুর্নীতি করলেওবা কি আসে যায়। কিন্তু দিন শেষে গুটি কয়েক মানুষ দুর্নীতি করে সুখে আছে, বিপরীতে এই গুটি কয়েক দুর্নীতিবাজদের জন্য বিরাট অংশের মানুষ সাফার করছে।
এরূপ অবস্থায় আইন মানা হইলে ধরা খাবে কারা ? দুর্নীতিগ্রস্থরা। আর দুর্নীতিগ্রস্থরাই দেখা যাচ্ছে সব ক্ষমতাবান লোকেরা। তাই নিজের বিপদের কথা মাথায় রেখেই তারা আইনের প্রতিষ্ঠা ঠিক মত করছেন না।
বাংলাদেশে যে ভালো লোক নাই বা ছিল না এমন নয়। তবে দুই একজন ভালো মানুষ দিয়ে দেশ চলেনা। এভাবে চলতে থাকলে তৃতীয় কোন দল সরকার গঠন করলেও দেশের আসল উন্নায়ন হবে না, যদিনা আইন ঠিক মত তৈরি এবং মানা না হয়।
No comments