২০৪৭ - তায়েব ইসলাম দিপু
ভিক্টর ক্ষমতায় আসার পরই বদলাতে শুরু করে দেশের চেহারা। আগের সব গুলো সরকার যে ভুল করেছিলো সেই পথে দেশ চালাইয়নি সে। মানুষের সিদ্ধান্তের উপর খুব কমই আস্থা ছিল তার, তাইতো তার প্রধান লক্ষ্য ছিল সব সেক্টর গুলোকে কম্পিউটার সিস্টেমে নিয়ে আসা। কারন কম্পিউটার ভুল রিপোর্ট দেয় না, সে তাই দেয়, যে ডেটা সে পায়।
শিক্ষা বেবস্থায় পরিবর্তন আনার এক দশকের মধ্যেই বের হতে থাকে সব তুখোড় মেধাবীরা। ভিক্টর মেধার মূল্য জানতো, তাই পেশির শক্তি নিয়ে দল করেনি, করেছে মেধাবীদের নিয়ে। যেমন তার সড়ক মন্ত্রী সাফল্যের কথাই বলা যাক,
গত বছর সারা দেশে সড়ক দুর্ঘটনায় মারা গেছে মাত্র তিন জন। তাও ওগুলো ছিল সত্যিই দুর্ঘটনা। যানবাহন গুলো সব ইলেকট্রিক এখন। জ্বালানী তেল সব ফুরিয়ে যাবে, তাই আগেই ভিক্টর টেসলার মত ফ্যাক্টরি দেশে করার প্রয়োজন মনে করেছিলো। হয়েছেও তাই। মেধার মূল্য দেশে পাওয়াতে বিদেশ থেকে অনেক লোক ফিরে এসে দেশের জন্য কাজ শুরু করে। ভিক্টরের সরকার নিশ্চিত করেছে এই লোক গুলোর কাজে যেন কেউ বাধা না দেয়। ফলাফল অবিশ্বাস্য।
এসবই সম্ভব হয়েছে এক বিশেষ চিপ এর মাধ্যমে। গাড়ীতে এই বিশেষ চিপ ব্যাবহার বাধ্যতামূলক। ট্রাফিক আইন অমান্য করলে এই চিপ অটোমেটিক পুলিশের কাছে রিপোর্ট পৌঁছে দেয়। গাড়ীতে থাকা ক্যামেরার মধ্যে সব ভিডিও জমা থাকে প্রমাণ হিসেবে। মুহূর্তের মধ্যেই সেই গাড়ির ড্রাইভারের নামে রেড এলার্ট জারি হয়ে যাচ্ছে। ট্রাফিক পুলিশের ম্যাপে সেই গাড়িকে লাল ডট দেখাচ্ছে। পালানোর কোন উপায় নেই। তাই বাধ্য হয়ে সব ড্রাইভার ট্রাফিক আইন মানছে। কি আর করা, ফাঁকি দেয়ার তো কোন উপায় নেই।
2047 |
No comments