আবদুল্লাহ আবু সায়ীদ এবং শাড়ি
এই যে উনি বললেন 'শাড়ি পৃথিবীর সবচেয়ে যৌনআবেদনপূর্ণ পোশাক', কে করলো এই গবেষণা?
হুমায়ূন আজাদ আমার অনেক পছন্দের একজন লেখক। কিন্তু তার মানে এই না উনি যাই লিখেন আমি তাই অন্ধের মত বিশ্বাস করি। পড়তে হবে যা ভালো লাগে, গ্রহন করতে হবে শুধু ভালো অংশ টুকু।
আবর্জনাকে রবীন্দ্রনাথ প্রশংসা করলেও তা আবর্জনাই থাকবে। অনেক জ্ঞানী কেউ কিছু কে ভালো বললেই সেটা ভালো, আর খারাপ বললেই সেটা খারাপ হয়ে যায় না। একই কথা আবদুল্লাহ আবু সায়ীদের শাড়ি নিয়ে লেখাটির ক্ষেত্রেও।
আবার কেউ একটা খারাপ কাজ করলে তার জীবনের সব ভালো কাজও অস্বীকার করা যায়না। যেমন বিশ্ব সাহিত্য কেন্দ্রের মত যত ভালো কাজ তিনি করেছেন তার জন্য আবদুল্লাহ আবু সায়ীদ আজীবন স্মরণীয় হয়ে থাকবেন।
আজাদের "(শ্রাবনের বৃষ্টিতে রক্তজবা)" বা"( আমার নতুন জন্ম)" এর পিডিএফ আছে?
ReplyDelete