Header Ads

Header ADS

অনুগল্পঃ ঢাকার রাস্তা এবং আমি

যখন আমি রাস্তায় চলবো, আই মিন গাড়ীতে বা হুন্ডায় তখন আমার আইনই হবে আইন। জেব্রা ক্রসিং, ট্রাফিক সিগন্যাল, হর্ন, ফুটপাত এগুলো আমার কাছে কিছুই না। এমন কি আমি ড্রাইভার কে এই জিনিস গুলো না মানার জন্য কিছুই বলবো না। কারন একজন একটু সুভিধা নিলে সিস্টেমের কোন লস হয় না। যেহেতু আমি একজন মূর্খ তাই আমার মূল্যবোধে এগুলো বাঁধা দিবে না। দীর্ঘদিন প্র্যাকটিসের মাধ্যমে আমি আজকের এই মূর্খে পরিনত হয়েছে।
এবং আমি যখন পথচারী, তখন নিরাপদ সড়ক আশা করবো। মেট্রিক্স ছবির নিওর মত হাত দেখিয়ে যেকোনো বাহন আটকে দিবো। গাড়ি এবং আমার দূরত্ব ক্যালকুলেশন করে দৌড় দিয়ে রাস্তা পার হবো। দীর্ঘ দিন চর্চার মাধ্যমে আমি এই মূর্খে পরিনত হয়েছি। হঠাৎ করেই তো এগুলো ছেড়ে দিতে পারিনা। আর ছাড়বোই বা কেন ? এগুলো তো আমার বিবেকে বাঁধাই দেয়না! চর্চার মাধ্যমে এই আমিতে পরিনত হয়েছি।

অনুগল্পঃ ঢাকার রাস্তা এবং আমি


No comments

Powered by Blogger.