কনসার্টে মোবাইল ফোন ঠিক না বিরক্তির কারন ?
লাইভ কনসার্টে প্রায়ই এই জিনিস টা লক্ষ্য করা যায় শিল্পী ষ্টেজে গান গাচ্ছেন এমন মুহূর্তে অনেকে ফোন দিয়ে সেটা রেকর্ড করছেন, কেউবা ছবি তুলছেন।
এইযে ফোন বের করে এই কাজ গুলো আপনারা যারা করেন তা আমার মনে হয় মোটেও ঠিক করেন না। আপনার পিছনের লোকটা হয়তো বিরক্ত হচ্ছে, কারন আপনি তার সামনে একটা ডিসপ্লে ঝুলায়া রাখছেন। সে সংকোচের কারনে হয়তো বলতে পাড়ছে না, ****দ ফোন টা নামা, তোর কারনে ঠিক মত কনসার্ট টা দেখতে পারছি।
আর এই যে ছবি/ভিডিও গুলা ফোন দিয়া তুলেন তার আসল উদ্দেশ্য কি ? ফেসবুক/ইন্ট্রাগ্রামে আপলোড করা। যার পেছনে আবার আরেক উদ্দেশ্য লাইক, কমেন্ট অথবা ইউটিউবে ভিডিও কন্টেন্ট হিসেবে ব্যাবহার করা।
চালাইয়া যান, আমার কথায় আপনারা যে নিজের ভুল বুঝতে পারবেন এবং পরবর্তী শো তে এই কাজ করা থেকে বিরত থাকবেন এমন চিন্তা আমি কখনোই করি না। কারন মূর্খরা কখনোই এই জিনিসকে খারাপ ভাববে না বরং এর এই কাজকে ঠিক এবং এটাই করা উচিৎ এমন মনে করবে।
দুঃখের বিষয় বাংলাদেশের বেশির ভাগ মানুষ মূর্খ এবং কমনসেন্স এর অভাবী রোগী। উন্নত অনেক দেশেই এমন শো হয় যেখানে আপনি ফোন নিয়েই ঢুকতে পারবেন না। এমন শো বাংলাদেশে হইতে আরও অনেক দেরি আছে।
অন্তত আমি বাংলাদেশের প্রেক্ষাপটে লাইভ কনসার্ট গুলোতে মোবাইল বিষয়ে যে খারাপ দিকটি তুলে ধরলাম আশা করি যারা ব্যাপার টা ধরতে পরেছেন তারা এই কাজ ভবিষ্যতে করবেন না। শো টা উপভোগ করেন। ফেসবুকে ছবি আপলোড দেয়াই যেন মুহূর্ত ধারন করার মূল উদ্দেশ্য না হয় সে দিকটা খেয়াল রাইখেন।
এইযে ফোন বের করে এই কাজ গুলো আপনারা যারা করেন তা আমার মনে হয় মোটেও ঠিক করেন না। আপনার পিছনের লোকটা হয়তো বিরক্ত হচ্ছে, কারন আপনি তার সামনে একটা ডিসপ্লে ঝুলায়া রাখছেন। সে সংকোচের কারনে হয়তো বলতে পাড়ছে না, ****দ ফোন টা নামা, তোর কারনে ঠিক মত কনসার্ট টা দেখতে পারছি।
আর এই যে ছবি/ভিডিও গুলা ফোন দিয়া তুলেন তার আসল উদ্দেশ্য কি ? ফেসবুক/ইন্ট্রাগ্রামে আপলোড করা। যার পেছনে আবার আরেক উদ্দেশ্য লাইক, কমেন্ট অথবা ইউটিউবে ভিডিও কন্টেন্ট হিসেবে ব্যাবহার করা।
চালাইয়া যান, আমার কথায় আপনারা যে নিজের ভুল বুঝতে পারবেন এবং পরবর্তী শো তে এই কাজ করা থেকে বিরত থাকবেন এমন চিন্তা আমি কখনোই করি না। কারন মূর্খরা কখনোই এই জিনিসকে খারাপ ভাববে না বরং এর এই কাজকে ঠিক এবং এটাই করা উচিৎ এমন মনে করবে।
দুঃখের বিষয় বাংলাদেশের বেশির ভাগ মানুষ মূর্খ এবং কমনসেন্স এর অভাবী রোগী। উন্নত অনেক দেশেই এমন শো হয় যেখানে আপনি ফোন নিয়েই ঢুকতে পারবেন না। এমন শো বাংলাদেশে হইতে আরও অনেক দেরি আছে।
অন্তত আমি বাংলাদেশের প্রেক্ষাপটে লাইভ কনসার্ট গুলোতে মোবাইল বিষয়ে যে খারাপ দিকটি তুলে ধরলাম আশা করি যারা ব্যাপার টা ধরতে পরেছেন তারা এই কাজ ভবিষ্যতে করবেন না। শো টা উপভোগ করেন। ফেসবুকে ছবি আপলোড দেয়াই যেন মুহূর্ত ধারন করার মূল উদ্দেশ্য না হয় সে দিকটা খেয়াল রাইখেন।
No comments