Header Ads

Header ADS

দুবাই শহরের স্থাপত্যে বিজ্ঞান ও শিল্পের ছোঁয়া

আধুনিক দুবাই শহরের পরিবর্তনের পেছনে বিভিন্ন পেশার ইঞ্জিনিয়ার দের যে কি পরিমান অবদান তা এক কোথায় অসাধারন। শিল্প ও বিজ্ঞানের সমন্নয়ে তাদের নতুন শহরের বানানো জিনিস গুলো দেখেন। কি আধুনিক টেকনোলজি। বিশেষ করে তাদের বিশাল বিশাল দালান গুলো বানানোর কৌশল। মাস্টারপিস।



১. এই ডকুমেন্টারিতে দুবাইয়ের স্কাই স্ক্র্যাপার(দালানের একটা উচ্চতা থাকে, ঐ উচ্চতা অতিক্রমকারি দালান গুলোকে বলে স্কাই স্ক্র্যাপার। মজার বিষয়, বর্তমান স্কাই স্ক্র্যাপার বানানতে যাদের অবদান তাদের মধ্যে অন্যতম একজন হলেন বাংলাদেশী। নাম নাই বললাম। Google it. এবং বরাবরের মত এমন প্রতিভাবান একজন লোক কে বাংলাদেশ কাজে লাগাতে পারে নাই।) , দুবাইয়ের এতো তেলের রহস্য, আরও ২ টা কি জানি বিষয় আছে ওগুলো নিয়াই বিশেষ ভাবে দেখানো হইছে। ভালো জিনিস।





2. ২০১৯ সাল পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বড় দালান বানানো নিয়ে এই ডকুমেন্টারি। ইংরেজি, হিন্দি দুই ভাষাতেই আছে। এখানে হিন্দি টার লিংক দেওয়া হল। দেখেন স্থাপত্য এবং বিজ্ঞান মিলে কিভাবে এই জিনিস বানানো হইলো।

No comments

Powered by Blogger.