বাংলাদেশ আসলে কতটা নোংরা এবং এর কারন ও প্রতিকার
বাংলাদেশ খুবই নোংরা একটা যায়গা। যেখানে সেখানে ময়লা আবর্জনা এই দেশে স্বাভাবিক এক দৃশ্য। কিছু যায়গা বাদে প্রায় সব এলাকা এবং জায়গাই এই নোংরার মধ্যে পরে। এই নোংরা শুধু ময়লা আবর্জনাই না, যেখানে সেখানে পোষ্টার, দেয়াল-লিখন, বিলবোর্ড, অপরিকল্পিত রাস্তা-ঘাট, পানি নিষ্কাশন বেবস্থা ঠিক নাই যার ফলে ড্রেনের পানি রাস্তায় উঠে, রাস্তা কাদা করে, তার উপর আবার রাস্তাও ভাঙ্গা, এসব ভাজ্ঞা গর্তে আবার পানি জমা হয়ে থাকে।
পাবলিক যানবাহন যা আছে বেশিরভাগের'ই ফিটনেস নাই। গাড়ির বডি টেমা,ভাঙা, রং উঠে গেছে, ঠিক মত রাস্তায় চলারও অবস্থা নাই। কিন্তু কোন কারনে জানি এগুলো সব ঠিকই রাস্তায় চলছে।
এবং এই নোংরামির মাত্রা দিন দিন বাড়ছেই। কোন সরকারই এগুলো ঠিক করে নাই, বরং মানুষজন এই অবস্থাই স্বাভাবিক মেনে নিয়ে দিন যাপন করার চেষ্টা করছে।
পাবলিক যানবাহন যা আছে বেশিরভাগের'ই ফিটনেস নাই। গাড়ির বডি টেমা,ভাঙা, রং উঠে গেছে, ঠিক মত রাস্তায় চলারও অবস্থা নাই। কিন্তু কোন কারনে জানি এগুলো সব ঠিকই রাস্তায় চলছে।
এবং এই নোংরামির মাত্রা দিন দিন বাড়ছেই। কোন সরকারই এগুলো ঠিক করে নাই, বরং মানুষজন এই অবস্থাই স্বাভাবিক মেনে নিয়ে দিন যাপন করার চেষ্টা করছে।
কারনঃ
বেশিরভাগ ক্ষেত্রে ময়লা ফেলার মত বেবস্থা নাই, গন সচেতনতার অভাব, ময়লা যেখানে সেখানে ফেলা যে অন্যায় সেটা বেক্তি নিজেও বুঝে না, আবার বুঝলেও এইটা তেমন কোন সমস্যা না এমন ভাবা এবং সর্বোপরি ময়লা নির্ধারিত স্থান ছাড়া অন্য কোথাও ফেললে আইনের মাধ্যমে কোন জরিমানা নাই। আইন কেন প্রয়োজন তা জানতে এই ' আমার দেখা বাংলাদেশের সরকার ব্যবস্থা ' লেখাটি পড়তে পারেন।
পাবলিক যানবাহন এর দেখভাল করার জন্য যারা আছেন তারা ঠিক ভাবে তাদের দায়িত্ব পালন করেন নাই বলেই এই অবস্থা।
ঢাকার মেয়র আনিসুল হক যদিও একবার ডাস্টবিন রাস্তায় বসাইছিল কিন্তু ঐ যে আইন এবং বেক্তি মূল্যবোধের অভাবে সেই উদ্যোগ টিকে নাই।
প্রতিকারঃ
মানুষ যেখানে এখন ময়লা ফেলে নোংরা করছে সেখানে ডাস্টবিন বসানো। যেখানে প্রসাব করে সেখানে পাবলিক টয়লেট বানানো। এগুলো দেখাশুনার জন্য লোক রাখা এবং আইনের প্রয়োগ কার্যকর করা।
পরিবহনের ক্ষেত্রও একই। কোন ফিটনেস বিহীন গাড়ি রাস্তায় দেখা গেলে যে বেক্তি এই গাড়ির ফিটনেস OK বলে সার্টিফিকেট দিয়েছিল তার উপর সরাসরি আইন অনুযায়ী বেবস্থা নেওয়া। আইনের ভয়ে সে নিজেও তখন ঠিক হয়ে যাবে।
একটি পরিষ্কার দেশ, ধরুন আমেরিকাতে বাঙ্গালি কোন মূর্খ কে গিয়ে দেখবেন না সে যেখানে সেখানে ময়লা ফেলে কিংবা প্রসাব করে। এটা তাকে কেউ শিখায় নাই। হয়তো কেউ একবার বলে দিছিল, তারপর থেকে সে ঐ নিয়মেই চলে। কারন নিয়ম ভাংলে কঠিন সাজা/জরিমানা। নৈতিক ভাবে ঠিক না হইলেও আইনের ভয়ে সে ঐসব কাজ করা থেকে বিরত থাকবে।
আমেরিকাতে একবার ব্ল্যাকআউট হইছিল। মানে বিদ্যুৎ চলে গেছিলো। ঐ সময় টুকু তে কি পরিমান যে অপরাধ সংঘটিত হইছিল তা একটু Google করে দেখে নিয়েন। আমেরিকাও কিন্তু অতোটা সভ্য না যেমন টা দেখা যায়। একটু সুযোগ পেয়ে যে যেমনে পাড়ছে ক্রাইম করছে। কারন ঐ সময় টুকুতে আইন ছিল না। তাই আইনের সঠিক প্রয়োগ এবং সেটা কার্যকর খুবই প্রয়োজন।
ছবি সংগ্রহীত From: http://bd.geoview.info |
No comments